বগুড়ায় ‘সাপোর্ট দ্য সারভাইভারস’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জ থানায় ‘সাপোর্ট দ্য সারভাইভারস’ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টার দিকে শিবগঞ্জ থানায় এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। সি ইকুয়াল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগ নিয়েছে।
সি ইকুয়াল সূত্রে জানা গেছে, থানায় ধর্ষণ মামলা পরিচালনা ও ভুক্তভোগীর সুরক্ষার জন্য ২০১৬ সালে উচ্চ আদালত ১৮টি নির্দেশনা দেয়। মূলত এই ক্যম্পেইনের মাধ্যমে সেই সকল নির্দেশনার বিষয়ে থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনা বৃদ্ধি করা হবে। এছাড়াও তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণও দেওয়া হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।
সি ইকুয়াল সংগঠনের প্রধান নির্বাহী তামিমা নাছরিন বলেন, থানায় অভিযোগ করতে আসা ধর্ষণ ও যৌন নিপিড়নের শিকার নারী ও শিশুর প্রতি আইনি সহযোগিতাসহ প্রয়োজনীয় অন্যান্য সুরক্ষা নিশ্চিত করতে এই ক্যম্পেইন শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে নারী ও শিশুর সুরক্ষায় কাজ করছেন তামিমা নাছরিন। একই সঙ্গে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদের করে যাচ্ছেন সচেতন।