সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বাংলা-“সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই শ্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োাজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করীম মন্টু মন্ডল । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার । আলোচনা সভা শেষে ৮ জন অস্ব”ছল মহিলাকে বিনা মূলে ১টি করে সেলাই মেশিন এবং আইজিই প্রকল্পের ৫০ জন প্রশিক্ষিত মহিলাকে সনদপত্র এবং প্রত্যেকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানার অফিসা ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহবুব হোসেন সরদার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহ্ আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,উপলো শিক্ষা অফিসার গোলাম কবির, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাজ্জাক উল হায়দার প্রমুখ ।

এই বিভাগের অন্য খবর

Back to top button