ধুনট উপজেলা

ধুনটে খুদে শিক্ষার্থীদের স্কুলমিল্ক ফিডিংয়ের উদ্বোধন

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় খুদে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাশিয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০৩জন শিক্ষার্থীকে বিনামূল্যে ২০০ মিলিলিটার করে মিল্ক ফিডিং করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) জানে আলম।

এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী, ভেটেরিনারী সার্জন ডা. আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম, হারুন-অর-রশিদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী ভূইয়া, কাশিয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ডলার ও সহকারি শিক্ষক সাইফুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button