আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত এবং ১ জন নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে আহতদের মধ্যে আজিজার রহমান মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আজিজার আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারিপাড়ার আক্কাছ আলীর ছেলে।

জানা যায়,নসান্দিড়া গ্রামের আজিজার রহমান মন্ডল ও ফরিদ উদ্দিন চাচা ভাতিজার মধ্যে র্দীঘদিন যাবত পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলে আসছিল। ৮ আগস্ট বিকেল ৩টার দিকে আজিজার রহমান ও ফরিদ উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আজিজার রহমান মন্ডল তার স্ত্রী আজিরন, ফরিদ উদ্দিন তার ছেলে রিপন মন্ডলসহ অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আজিজার রহমান মন্ডলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও রিপনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button