সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা আদিবাসী যুব পরিষদের আয়োজনে স্থানীয় যুগল কিশোর মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -১ সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, থাকার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্নিদাস। সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি সুনিল রবিদাস বাবু। আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা কোষাধ্যক্ষ সন্তোষ সিং প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button