ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে দিনের বেলা বাসায় চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় দিনের বেলা বাসার প্রধান দরজার তালা ভেঙ্গে স্বর্ণালংকার চুরি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় মন্দির এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট কেন্দ্রীয় মন্দিরের পাশে একটি ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন হায়দার আলী। তিনি ওই এলাকার সুরজত আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার স্ত্রী বাসার দরজায় তালা দিয়ে মুদি দোকানে কেনাকাটা করতে যান।

এসময় দূর্বৃত্তরা তার বাসার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা ওয়ারড্রোব ও স্টিলের আলমারী ভেঙ্গে স্বর্ণ ও রূপার তৈরী অলংকার চুরি করে নিয়ে গেছে। দোকান থেকে কেনাকাটা করে বাসায় এসে হায়াদার আলীর স্ত্রীর চুরির বিষয়টি টের পান।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button