প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় শয়তানের নিঃশ্বাস ছড়িয়ে দিলেন ইরানি দুই যুবক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় শয়তানের নিঃশ্বাস ছড়িয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপারধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যামে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাত ১০ টার দিকে নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইরানের ওরোমিহ এলাকার কেরিটের ছেলে আজাদ নোবাহার (২৮) অসনাভি এলাকার খালেকের ছেলে আরশাদ আমন (৪৩)। তাদের গ্রেফতার করে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। এতে সহযোগীতা করেন নওগাঁর কালিতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এসব তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ।

গত ৪ আগস্ট শিবগঞ্জ সদরের গোলচত্বর এলাকায় হৃদয় টেলিকম নামে মোবাইল ব্যাংকিংয়ের এক প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন তারা। ওই দোকানের মালিক দুলাল মিয়ার মুখে ও মাথায় শয়তানের নিঃশ্বাস দিয়ে এ প্রতারণা করেন তারা।

প্রতারণার শিকার ব্যবসায়ীর দুলাল শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুলালের দোকানে প্রবেশ করে পুরাতন দুটি ৫০০ টাকার নোট দেখিয়ে নতুন এক হাজার টাকার নোট চান ইরানের দুই যুবক। দুলাল তাদেরকে এক হাজার টাকার নতুন একটি নোট দেন। এতে ইরানের দুই যুবক খুশি হয়ে দুলালের মুখে ও মাথায় হাত বুলিয়ে দেওয়ার নামে শয়তানের নিঃশ্বাস (হেলুসিনেটিক ড্রাগ) দেন। তখনই দুলাল বোধশক্তি হারিয়ে ফেলেন। এ সুযোগে ওই দুই যুবক দোকানের ক্যাশ বাক্স থেকে এক লাখা টাকা বের করে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা করেন দুলাল। এছাড়াও দোকানের সিসি ক্যামেরার ফুটেজ অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি।

ওসি আব্দুর রউফ বলেন, আন্তর্জাতিক এই অপরাধ চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button