প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুই সন্তানের জননী গোলাপি বেগম(৫০) দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ইনস্পেক্টর (তদন্ত) জিল্লুর রহমন।
এর আগে, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজ পর গৃহবধুর স্বামী নজরুল ইসলাম বাসায় এসে শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গৃহবধুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এআর