সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় সেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী দলীয় কার্যালয়ে, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সারিয়াকান্দি উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়নে, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ্ জালাল মুকুল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।

সারিয়াকান্দি উপজেলা শাখার সেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সাগরের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাডঃ উজ্জ্বল প্রসাদ কানু, মেহেদী হাসান রবিন প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button