
প্রথমে রাজি না হলেও এবার সম্মতি দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। আলোচনাও আছে চূড়ান্ত পর্যায়ে।
রোনালদোর পথ অনুসরণ করে নেইমারের সৌদি লিগের দলে যাওয়ার খবরটি জানিয়েছেন দলবদলের বিশ্বস্ত সূত্র এবং স্কাই ইতালিয়ার ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এক টুইটারে তিনি লিখেছেন, ‘নেইমার জুনিয়রের সঙ্গে আল হিলালের চুক্তি চূড়ান্ত পর্যায়ে অগ্রসর হয়েছে। এখনই সব ঠিক না হলেও চুক্তির কাছাকাছি উভয় পক্ষই।’
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, প্রথমে ৮০ মিলিয়নের প্রস্তাব দিয়েছিল। তবে সেটা ফিরিয়ে দিয়েছিলেন নেইমার। পরে তারা পরিমাণটা বাড়ায়। মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয় আরবের ক্লাবটি থেকে।