বগুড়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে খুনের
মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ রোববার বিকেল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন।
এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাছিমুল করিম হলি।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জাহিদুল, ফুটু ও সাইদুল। তাদের মধ্যে সাইদুল পলাতক আছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়ার বাসিন্দা।
নিহত মাহিদুল একই উপজেলার মহিষাবান উত্তরপাড়ার বাসিন্দা। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ২০০০ সালের ৭ নভেম্বর গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাজাপ্রাপ্ত তিনজনকেই আসামি করা হয়।
আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, রায় ঘোষণার পর দুজনকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।