প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ার যমুনা নদীর ভাঙ্গন অব্যাহত, নদী গর্ভে বিলীন ৫০০ মিটার

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়রের ইছামারা গ্রামে যমুনা নদীর অব্যাহত ভাঙ্গনে নদী তীর সংরক্ষণ প্রকল্পের ১০০ মিটার এবং ৪০০ মিটার ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

উজান থেকে নেমে আসা ঢলের পানি ও প্রবল বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে তীব্র স্রোতে বুধবার থেকে সেখানে নদী ভাঙ্গন দেখা দেয়। বর্তমানে নদী ভাঙ্গন অব্যাহত আছে।

নদী ভাঙ্গন অব্যাহত থাকায় এলাকার লোকজন আতংকিত হয়ে পড়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে সেখানে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে।

বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকশলী নাজমুল হক সাংবাদিকদের বলেন, কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায় । ফলে ইছামারা এলাকায় যমুনা নদীতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেখানে জরুরী ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করি দু’একদিনের মধ্যে ভাঙ্গন ঠেকানো যাবে ।

এই বিভাগের অন্য খবর

Back to top button