ধুনটে আইসিটি বিষয়ে ১০ দিনের প্রশিক্ষণ নিলেন শিক্ষকেরা

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ে দ্বিতীয় ধাপে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষক।
এরিনা ফোন বিডি লি. ও ইনোভাজিওন টেকনোলজিস এবং মেটালেক্সের যৌথ উদ্যোগে আইসিটি অধিদপ্তরের বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক পলাশ আহমেদ।
সোমবার দুপুর ১২টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স বিষয়ে প্রশিক্ষনের রাজশাহী বিভাগের প্রকল্প সমন্বয়কারী জাহিদ হাসান।
এসময় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, জেলা প্রকল্প সমন্বয়কারী এনামুল হক, জাহাঙ্গীর আলম, মেহেদি হাসান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সাদিকুর রহমান, সহকারী প্রোগ্রামার অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক এ.বি.এম আব্দুল হাই ফারুকী, প্রধান শিক্ষক আলম আমিন সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাক।