বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় তাসলিমা আকতার নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বালুয়াপাড়া গ্রামে নিজ ঘরেই ধারালো কিছু দিয়ে তাসলিমাকে আঘাত করা হয়। পরে ঐদিন দিবাগত রাত ৩ টার দিকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাসলিমার স্বামীর নাম জহির হোসেন। জহির উপজেলার বালুয়াপাড়া গ্রামের জিন্না বেপারির ছেলে। হত্যা মামলায় জহিরের বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত তাসলিমা জেলার গাবতলী উপজেলার চামুরপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। খুনের ঘটনায় তাসলিমার বাবা বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন। মামলায় জহিরসহ তার বাবা-মাকে অভিযুক্ত করা হয়েছে।
সোনাতলা থানার ওসি মো. সৈকত হাসান বলেন, পারিবারিক কলহের জেরে ধারালো কিছু দিয়ে তাসলিমার পেটে আঘাত করেন জহির। ওই সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, জহির পলাতক রয়েছেন। তার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। জহিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।