সারিয়াকান্দি উপজেলা
সারিয়াকান্দিতে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে রাজস্ব খাতের ২০২৩-২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ সরকারি প্রতিষ্ঠানিক মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের বাস্তবায়নে, বাঙালি নদীতে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক সরদার মহীউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।