প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাবু ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের লয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাউদ্দিন।
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না।
ইউপি চেয়ারম্যান বলেন, রোববার রাত ৯ টার দিকে লয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিল বাবু। এরই এক পর্যায়ে চলন্ত মটর হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই সময় পুকুরে নেমে মটরের কাছে যেতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। তখন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তী শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।