বগুড়ায় সাপের কামড়ে প্রাণ গেল পান দোকানির

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে শিপুল মোহন্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি পান দোকানি ছিলেন।
রোববার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দিবাগত রাত ১২ টার দিকে সাপের কামড়ের শিকার হন তিনি।
শিপুল ওই উপজেলার মোকামতলা ইউনিয়নের চকরামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। নিজ বাড়ির সামনেই বিষধর একটি সাপ তাকে কামড় দেয়।
এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব সবুজ বলেন, সাপের কামড়ের শিকার হওয়ার পর প্রাথমিকভাবে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হলেও সেখানে দেরি করা হয়নি। তৎক্ষণাৎ তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। শজিমেক হাসপাতালে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, শিপুল সিএনজিচালিত অটোচালকও ছিলেন। পরে দিনমজুরের কাজ করেন। সর্বশেষ পান দোকানি ছিলেন তিনি। নিজ গ্রামেই পানের দোকান ছিল তার।