প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় উপহারের দোকান পেলেন ১০ ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জাতীয় শোক দিবসে সমাজসেবা অধিদফতর থেকে দশজন ভিক্ষুককে মালামালসহ মনোহারি দোকান উপহার দেওয়া হয়েছে। বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদেরকে দোকানঘরগুলো বরাদ্দ দেওয়া হয়।
আজ মঙ্গলবার, বেলা ১২ টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গনে ভিক্ষুকদের হাতে উপহারের দোকান তুলে দেওয়া হয়। পরে তারা নিজ নিজ ঠিকানায় দোকান নিয়ে যান।
দোকান বরাদ্দের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।