প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ঋণের চাপে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় তছলিম উদ্দিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে নিজ ঘরেই তার মরদেহ পাওয়া যায়। এর আগে, এদিন সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে আত্মহত্যা করেন তছলিম।

মৃত তছলিম ওই উপজেলার সাজাপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে। ঘরের তীরের সঙ্গে গলায় রশ্মি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন।

তিনি বলেন, তছলিম একজন নেশাগ্রস্থ যুবক ছিলেন। একাধিক এনজিও থেকে ঋণ নেওয়া ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের চাপে আত্মহত্যা করেন তছলিম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button