প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় কেচির আঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় রেজা ইসলাম নামে এক যুবককে খুন করা হয়েছে। এসময় আহত হয়েছেন মেহেদী নামে আরেক যুবক।

আজ মঙ্গলবার বিকেলে সদরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে আরাফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রেজা ও আটক হওয়া আরাফাত ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা। আহত মেহেদীও একই এলাকায় বাসিন্দা।

রেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর হরিগাড়ী এলাকায় রেজা ও মেহেদীকে কেচি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজাকে মৃত ঘোষণা করেন। আর মেহেদী চিকিৎসাধীন। আহত মেহেদী ও নিহত রেজা এ দুজনই মাদকাসক্ত। মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রেজাকে খুন ও মেহেদীকে আহত করা হয়েছে।

জানতে চাইলে বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button