প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় সড়কের ধারে হাতির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সড়কের ধারে পড়ে থাকা এক হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদরের নামুজা ইউনিয়নের শোলাগাড়ী মোড়ে হাতিটির মরদেহ পাওয়া যায়। গতরাতে ওই হাতিটিকে সেখানে ফেলে দেওয়া হয়। স্ত্রী প্রজাতির এই হাতিটির মাহুত বগুড়ার নামুজা এলাকার এনামুল নামের এক যুবক।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই জাহিদ হাসান বলেন, হাতিটির অনেক বয়স। সে অসুস্থ ছিল। কোনো সার্কাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ট্রাকে করে বগুড়ায় নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয়। একারণে সেই ট্রাক থেকে তাকে সড়কের ধারে ফেলে দেন মাহুত এনামুল। এমনটাই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, হাতির মাহুত এনামুলকে এখনো পাওয়া যায়নি। অন্যদিকে রাজশাহীর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর ও বগুড়ার প্রাণীসম্পদ অধিদফতরকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।