সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালিত

সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে স্বাধীনতার মহান স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালিত হয়েছে ।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩৬ বগুড়া-১, (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু মন্ডল।

আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদারসহ মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button