প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় গলায় ফাঁস নিয়ে সঞ্চারী পারিজাত নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার মধ্যরাতে ওই উপজেলার জগন্নাথপাড়ায় নিজ ঘরেই তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সে ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মৃত ১৩ বছরের সঞ্চারী পারিজাত জগন্নাথপাড়ার নীহাররঞ্জন সরকারের মেয়ে। শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী ল্যাব স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ ঘরে কম্পিউটারে গেমস নিয়ে ব্যস্ত ছিল সঞ্চারী। ওই সময় তার মা তাকে বকাবকি করে নিজ ঘরে চলে যান। পরে মধ্যরাতে মেয়ের ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

জানতে চাইলে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button