প্রধান খবরবগুড়া জেলারাজনীতি

বগুড়ায় জামায়াতের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার মধ্যরাতে সদরের গোকুল ও শেখেরকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আব্দুর রহিম ও আমিনুল ইসলাম। এ দুজনই জামায়াতে ইসলামীর রুকন। তারা সদর উপজেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মো. সাইহান ওলিউল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button