প্রধান খবরবগুড়া জেলারাজনীতি
বগুড়ায় জামায়াতের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার মধ্যরাতে সদরের গোকুল ও শেখেরকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আব্দুর রহিম ও আমিনুল ইসলাম। এ দুজনই জামায়াতে ইসলামীর রুকন। তারা সদর উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মো. সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।