ধুনট উপজেলা

ধুনটে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

মিনহাজ উদ্দিন (ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার বেলকুচি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেলকুচি পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২), শহিদুল ইসলাম, (৪৬), রাবেয়া খাতুন (৩৫) ও আফজাল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০)। এ ঘটনায় শনিবার রাতেই আব্দুল মান্নান বাদি হয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলকুচি পশ্চিম পাড়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে সোহরাব হোসেন (৪০) ও সুফিয়ানের (৩৮) সাথে প্রতিবেশী আব্দুল মান্নানের সাথে বসতবাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এমতাবস্থায় শনিবার দুপুরের দিকে সোহরাব হোসেন ও তার লোকজন আব্দুল মান্নানের বসতভিটায় গিয়ে জমি দখল নিয়ে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে। এসময় আব্দুল মান্নানের ভাই শহিদুল ইসলাম ও বোন রাবেয়া খাতুন এগিয়ে আসলে উভয় পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহরাব হোসেন ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে শহিদুল ইসলাম ও তার বোন রাবেয়া খাতুনকে মারধর শুরু করে।

এসময় আব্দুল মান্নান ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে শহিদুল ইসলাম, রাবেয়া খাতুন ও আব্দুর রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি ঘটতে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় আব্দুল মান্নান প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোহরাব হোসেন ও তার ভাই সুফিয়ানসহ ৭জনকে আসামী করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলার আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button