
সরকার বিএনপিকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, শনিবার সন্ধ্যার পর থেকে বিএনপির নয়াপল্টন কার্যলয়ের সামনে থেকে অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় বলেই প্রতিদিন সরকার নির্বিচারে নেতা কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, শনিবারের দলীয় কর্মসূচির পর থেকে নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতংক বাড়তে থাকে।
রিজভী বলেন, রাত ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। এরপর থেকে রবিনকে পাওয়া যাচ্ছে না। পরিবারও কিছু জানেনা রবিনের ব্যাপারে। অনেকেই দেখেছেন গোয়েন্দা পুলিশ রবিনকে তুলে নিয়ে গেছে।
এ সময় রবিনকে পরিবারের কাছে ফেরত দেওয়ারও আহ্বান জানান তিনি।