বগুড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি, গ্রেফতার এক
বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা।
সোমবার সকালে তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার রাতে ওই টিকিট কালোবাজারিকে স্টেশন এলাকায় টিকিট ঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের টিকিট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুমন (২৫) সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত- নুর ইসলামের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক জানান,
সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো।
টিকিট কালোবাজারি করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রেলওয়ে থানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সদস্য নাহিদ মোরর্শেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এসএ