জাতীয়প্রধান খবর

দেশে ডেঙ্গুতে রেকর্ড ৫০০ মৃত্যু

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা পাঁচ শতাধিক হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০৬ জনে।

অধিদপ্তর জানিয়েছে, শুধু চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার বিভিন্ন হাসপাতালে আট জন এবং ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন পাঁচ জন।

একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের হাসপাতালগুলোতে দুই হাজার ৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৭ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক হাজার ২১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছয় হাজার ৪২৯ জনে। এই রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১ হাজার ২৭ ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button