প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ সামিউল মিয়া (৩৫) নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামিউল মিয়া লালমনিরহাটের আদিতমারি উপজেলার পশ্চিম দীঘলতারি গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী পিংকি পরিবহনের একটি বাস তল্লাসী করে সামিউলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো তার দুই পায়ে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও বলেন, সামিউলের বিরুদ্ধে আগের কোনো অস্ত্র মামলা নেই। তিনি এসব অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিতেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button