প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ইয়াছিন আলী নামের একজনকে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) শানজিদা মুস্তারী। এর আগে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই উপজেলার জালশুকা গ্রামে এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযানে ইয়াছিন আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি জালশুকা গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতেই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন ইয়াছিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মো. রাকিবুর রহমান বলেন, গরুটি ৫-৭ দিন ধরে অসুস্থ ছিল। এর শরীরে লাম্পি স্কিন রোগের লক্ষণ দেখা যায়। গত রাতে গরুটি জবাই করা হয়েছিল।

এসি ল্যান্ড শানজিদা মুস্তারী বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার সংবাদ পেয়ে অভিযানে চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই সময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গরুর মাংস ও চামড়া জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসি ল্যান্ড।

এই বিভাগের অন্য খবর

Back to top button