প্রধান খবরসোনাতলা উপজেলা
বগুড়ায় বৃদ্ধার গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় জাহেরা বেওয়া নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জাহেরা ওই উপজেলার গারামারা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মৃত কাশেম শেখ। নিজ ঘর থেকেই লাশ হেফাজতে নেয় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেন সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধাকে কেন এবং কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।