জাতীয়প্রধান খবর

বাংলাদেশে ভয়াবহ বন্যার শঙ্কা, পানি ছাড়ল ভারত

ভারত তিস্তা গজলডোবার বাঁধ উন্মুক্ত করায় বাংলাদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল দশটায় ২ লাখের বেশি কিউসেক পানি ছেড়েছে গজলডোবা ব্যারাজ কর্তৃপক্ষ। সব মিলিয়ে শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল ৪টার মধ্যে ২ লাখ ১ হাজার ৬৪৭ কিউসেক এবং সর্বনিম্ন ১ লাখ ৬৯ হাজার ৮৪৮ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছেড়েছে ভারত। 

বিগত ২৪ ঘণ্টার বেশি সময় সিকিম দার্জিলিং ও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে চলছে ভারী বৃষ্টি। তিস্তা সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর জেলা জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪৩ মিলিমিটার এবং শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে প্রায় ২২৩ মিলিমিটার। 

পশ্চিমবঙ্গের ফ্ল্যাড অথরিটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে সমতলের তুলনায় পাহাড়ে বৃষ্টির পরিমাণ আরও বেশি। ফলে উত্তরের নদনদী ও পাহাড়ি ঝোরাগুলোতে দেখা দিয়েছে অপ্রত্যাশিত বন্যা। যা ব্যারেজ দিয়ে আটকে রাখা বা সাময়িক সময়ের জন্য ঠেকিয়ে দেওয়া সম্ভব নয়।

এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, উত্তরবঙ্গের আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই কমলা সতর্কতা জারি থাকছে। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button