দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় স্বামী-স্ত্রীর কাছে মিললো ২০৫০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে মাদক আইনে করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাত সোয়া আটটার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ৫৫ বছরের মান্নান খান ও তার স্ত্রী ৩৮ বছরের সাবিনা ইয়াছমিন মুক্তা। তারা জয়পুরপাড়া গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে অজ্ঞাতরা পালিয়ে যান।
এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।