জাতীয়প্রধান খবর

চাইলে পাবো না; সে অবস্থা নেই: প্রধানমন্ত্রী

ব্রিকস সদস্যপদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাইলে পাবো না, সে অবস্থায় বাংলাদেশ নেই। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয় জানাতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে সদস্য নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে এ নিয়ে হা হুতাশ আছে।

নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিশ্বনেতাদের বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম বহু নোবেল বিজয়ী আছেন, যাদের পরবর্তীতে কারাগারেও যেতে হয়েছে।

একজন নোবেল জয়ীর বিষয়ে আপনারা এত উদ্বেগে আছেন। তার অপরাধটা আপনারা দেখেন না। তিনি যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ব্যবসা করেছেন সেটি উনি করতে পারেন কিনা সেটি বিবেচনা করবেন না? যারা মামলা প্রত্যাহার করতে বলেছেন, তাদের বলি তারা একটা টিম পাঠাক। এসে দেখুক আমাদের আইনে কি আছে। দেশের আদালত স্বাধীন। এখানে মামলা প্রত্যাহারের আমি কে?

এই বিভাগের অন্য খবর

Back to top button