প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ার শেরপুর থেকে লাশ উদ্ধার

শেরপুর খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রাম থেকে আফাজ উদ্দিন লিটন নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঝাঁজর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
বগুড়া লাইভকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
স্থানীয়দের বরাতে ওই পুলিশ কর্মকর্তা জানান, মৃত লিটন নলডাঙ্গায় থাকতেন। সাতদিন আগে তিনি শেরপুরে মায়ের বাড়িতে আসেন। কেন তার মৃত্যু হলো, বিষয়টি তদন্তের পর জানা যাবে।