প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে নার্গিস নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী রেজাউল করিম। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার রাতে ওই উপজেলার সুজাবাদ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন তারা।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, নার্গিসের বোন শারমিনের সাবেক স্বামী আনারুল এ দু’জনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে রাত ৯ টার দিকে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন। তার স্বামী রেজাউল চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।