বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ওপরে

চলতি বছর প্রথমবারের মতো বগুড়ায় যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে।
উজানের পানিতে গত দুএকদিন থেকে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলেছে, সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২ সেন্টিমিটার।
একই সঙ্গে বগুড়ায় অন্যান্য নদীতেও সমানতালে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ২৪ সেন্টিমিটার এবং বর্তমানে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া সারিয়াকান্দির চরবাটিয়া গ্রামের আঞ্জুয়ারা বেগম বলেন, ‘পানি আগে গ্রামের চারিদিকে ছিল, গতকাল থেকে বন্যার পানি বাড়ির মধ্যে প্রবেশ করা শুরু করেছে। ফসলের মাঠ দুদিন আগেই তলিয়ে গেছে।’