আন্তর্জাতিক খবর

নিউইয়র্কে জুমার নামাজ ও রোজায় আজানের অনুমতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতি শুক্রবার জুমার নামাজে এবং পবিত্র রমজান মাসে শুধু মাগরিবের নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৯ আগস্ট) নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দিয়েছেন। 

মেয়র এরিক বলেন, ‘কোনো সম্প্রদায়কে তাদের প্রার্থনার আহ্বান জানানোর অনুমতি দেওয়া হয়নি, তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি রয়েছে। আজ আমরা স্পষ্টভাবে বলছি যে, মসজিদগুলো শুক্রবার এবং রমজান মাসে কোনো অনুমতি ছাড়াই প্রার্থনার জন্য আহ্বান (আজান) জানানোর জন্য স্বাধীন।’ 


তিনি বলেন, ‘আপনারা নিউইয়র্ক শহরে নিজেদের ধর্মীয় অনুশীলন করার জন্য স্বাধীন। কারণ, আইন অনুসারে আমাদের সবার সমান অধিকার রয়েছে। এই কৃতিত্ব অর্জনে আমাদের প্রশাসন অত্যন্ত গর্বিত।’

নতুন নির্দেশনা অনুসারে, মসজিদে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আজান দিতে পারবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে ইফতারের আগে মাগরিবের নামাজের আজানও দেওয়া যাবে। সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের অন্য খবর

Back to top button