প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় কলাবাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম সাইদুল ইসলাম (৫২)।
আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইদুল চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিব রহমানের ছেলে।
জানা গেছে, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজ সকালে মাঝপাড়া গ্রামে তাঁর শ্বশুর বাড়ি সংলগ্ন কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।