প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বাসযাত্রীর কাছে এক কেজি ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে দশ হাজার পিস ইয়াবাসহ (এক কেজি) হাছান আলী নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি বাসযাত্রী ছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় সদরের ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকা থেকে তাকে আটক করে বগুড়ার মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

৪৬ বছরের হাছান আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নছিব উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোকুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাসী করে হাছানকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। হাছানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button