প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় যমুনার ভাঙন: শতাধিক ঘর বিলীন

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: উজান থেকে আসা ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির কাছে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৬টায় বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপরে রয়েছে।

পানি বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় যমুনার ভয়াবহ ভাঙনে নিমিষেই ৮০টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কিছু ঘরবাড়ি ,আসবাবপত্র ও বিভিন্ন মালামাল নদীতে ভেসে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে । ভেসে যাওয়া ঘরবাড়ি ও মালামাল উদ্ধার করা হচ্ছে।

এর আগে, বুধবার রাতে নদী ভাঙনে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া ২নং স্পারের গোড়ায় ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে । স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে । এলাকার লোকজনও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজে সহায়তা করে রাতে স্পারটি রক্ষা করেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, হাসনাপাড়া স্পারটি ঝুঁকিমুক্ত আছে । ইছামারায় ভয়াবহ নদী ভাঙন রোধে কাজ চলছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক।

এই বিভাগের অন্য খবর

Back to top button