বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইউনানি চিকিৎসা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) নিয়মিত রোগী দেখছেন সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত বিইউএমএস (ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি ) চিকিৎসক মো. মোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে ইউনানি মেডিকেল অফিসার ডা. মো. মোফাজ্জল হোসেন বলেন, ইউনানি চিকিৎসা প্রাকৃতিক উৎস থেকে তৈরি করা ওষুধ দিয়ে করা হয় তাই মানবদেহের সাথে অধিক মানানসই। ব্যবহৃত ওষুধ শতভাগ সহজলভ্য ও নিরাপদ। এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং চিকিৎসা খরচও সাধ্যের মধ্যে। এ পদ্ধতিতে রোগের মূল কারণ নির্ণয় করে তার চিকিৎসা করা হয়।
তিনি আরও জানান, যে কোন রোগের ইউনানি চিকিৎসা পেতে হাসপাতালের আউটডোরে যোগাযোগ করতে হবে।