কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় স্ত্রীর লাশ রেখে পলাতক স্বামী আটক

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস লাগানো স্ত্রীর লাশ ঘরে রেখে পলাতক স্বামী মো. জুয়েলকে (২৫) সদর উপজেলার নুনগোলা থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) কাহালু উপজেলার পিরাপাট ফকিরপাড়ার স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো গৃহবধু সানজিদা আক্তারের (১৯) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

আটক জুয়েল পিরাপাট গ্রামের সাহিদুল ইসলামের পুত্র। আর জুয়েলের স্ত্রী সানজিদা সদর উপজেলার দাঁড়িয়াল গ্রামের সেকেন্দার আলীর কন্যা।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গৃহবধু সানজিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অথবা, তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় ১০ মাস আগে জুয়েল ও সানজিদার বিয়ে হয়। বৃহস্পতিবার স্বামী-স্ত্রী মিলে ৫০ হাজার টাকার লোন তুলেছিলেন। সেই টাকার কিছু অংশ সানজিদার শাশুড়ি ও স্বামী খরচ করেন। এসব নিয়ে রাতে দুজনের মধ্যে ঝগড়াও হয়। পরে সকালে ঘরের ভেতরে সানজিদার গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এর আগে জুয়েল পালিয়ে গিয়েছিলেন। কিন্তু স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী জানান, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী মিলে ৫০ হাজার টাকার লোন তোলেন। রাতে দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে এবং দুজন একই ঘরে ছিলেন। রাতে গৃহবধূকে হত্যা করা হয়েছে না কি তিনি নিজেই আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারছেন না। সানজিদার লাশ রেখে স্বামী-শাশুড়ি পালিয়ে যান। সে কারণে অনেকের সন্দেহ সানজিদাকে হত্যা করা হয়েছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, সকালে সুরতহাল শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় সানজিদার পরিবার রাতে মামলার জন্য থানা আসবে। মামলা হলে জুয়েলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button