বিনোদন

“অনেকেই আমাকে সেকেন্ড পরীমণি বলে ডাকেন’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শিরিন শিলা। এবার পরীমণির সঙ্গে নিজেকে তুলনা করেন এই নায়িকা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন শিরিন শিলা। এ সময় তিনি মন্তব্য করেন, অনেকেই তাকে সেকেন্ড পরীমণি বলে ডাকেন।

শিরিন শিলা বলেন, আমি আর পরীমণি যমজ বোনের একটা সিনেমায় অভিনয় করেছিলাম। এটি নির্মাণ করেছিলেন মুশফিকুর রহমান গুলজার ভাই। ওই সিনেমায় পরী ও আমি একসঙ্গে কাজ করেছি। যেহেতু যমজ বোন ছিলাম, তাই অনেকে আমাকে সেকেন্ড পরীমণি বলত। তবে বাস্তব জীবনে আমি আসলে এ রকম না। পরীর লাইফস্টাইলটা একরকম, আমারটা অন্যরকম।

নায়িকা আরও বলেন, আমাকে অনেকে পরীমণির সঙ্গে তুলনা করেন। আমি কাউকে অনুসরণ করি না। আমি আমার স্টাইলে চলি। আমি নিজেও জানি না পরীর কথা কেন আমাকে বলে। তবে হ্যাঁ, পরী আমার ভালো বান্ধবী।

তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘বীরাঙ্গনা ৭১’, ‘শেষ বাজি’, ‘মিয়া বিবি রাজি’, ‘ক্ষণিকের ভালোবাসা’সহ প্রভৃতি।

এই বিভাগের অন্য খবর

Back to top button