গাবতলী উপজেলা

বগুড়ায় ইছামতিতে নৌকা বাইচ

বগুড়ার গাবতলী উপজেলার তরণী হাটের ইছামতি নদীতে নৌকা বাইচের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দিনভর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তরণীহাট ব্রিজের উত্তর দিক থেকে হাটখোলা প্রান্ত পর্যন্ত বাইচে চ্যাম্পিয়ন হয়েছে ‘উড়ালপংখী’। এছাড়াও ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, সততা, সোনার তরী, দুরন্ত এক্সপ্রেসসহ আরও ১১টি নৌকা বাইচে অংশ নেয়।

কমিউনিটি পুলিশিং বালিয়াদিঘী ইউনিয়নের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় মাদক ও সন্ত্রাস থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এমন আয়োজন কার্যকর বলে উল্লেখ করেন তিনি। নিকট ভবিষ্যতে করতোয়া নদীতেও এরকম আয়োজনের প্রতিশ্রুতি দেন এসপি।

এ নৌকা বাইচকে ওই অঞ্চলের ঐতিহ্য জানিয়ে তরণী হাট নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি শাহ নেওয়াজ জাকি বলেন, তাদের পূর্বপুরুষের আমল থেকে এ চর্চা চলে আসছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল; তারা আবার শুরু করেছেন। তিনি প্রত্যাশা করেন, তরুণরা ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে।

স্থানীয়রা বলেন, এ নৌকা বাইচকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করে। দূর-দূরান্ত থেকে আত্মীয়রা বাইচ দেখতে আসেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button