বগুড়ায় নার্গিস হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর বড় বোন নার্গিস হত্যা মামলার প্রধান আসামি আনারুল বেপারীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে রাব-১২ বগুড়ার সদস্য সোনাতলা উপজেলার কাবিলপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আনারুল গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়া দিগর গ্রামের রমজান আলীর ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নার্গিস হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামি আনারুলকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর সোনাতলায় কাবিলপুরে আত্মগোপন করেছিল সে।
ওই র্যাব কর্মকর্তা আরও বলেন, স্ত্রী শারমিন তাকে তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সে শারমিনের বড় বোন নার্গিসকে হত্যা করে। সেই সাথে নার্গিসের স্বামী রেজাউল করিমকেও ছুরিকাঘাত করে।
এর আগে, ৩০ আগস্ট রাত আটটার দিকে শাহজাহানপুর উপজেলার সুজাবাদ পাথারপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আনারুল নার্গিসের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় নার্গিসের স্বামী রেজাউল করিম এগিয়ে এলে তাকেও সে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করে। এছাড়া রেজাউল করিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
জিজ্ঞাসাবাদে আনারুল এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং জানায় তাকে তালাক দিতে স্ত্রী শারমিনকে বাধ্য করায নার্গিসকে হত্যা করে সে। আজ তাকে থানায় সোপর্দ করা হবে।