বিনোদন

গানে ফিরলেন নোবেল

ভারতের জি-বাংলা সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘কলিজা’ শিরোনামে শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি গান প্রকাশ হয়েছে তার।  

গানটির কথা লিখেছেন এইচ এম নিপু ও সুর করেছেন মিশকাত। রানা আকন্দের সংগীতায়োজনে এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

চ্যানেল এইচএম ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ হয়েছে গানটি। 

গায়ক নোবেল সংবাদমাধ্যমকে বলেন, মাঝে সময়টা খুব খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শোনার পর আমার কাছে মনে হয়েছে যে, শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করছে। এ কারণে মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছা পোষণ করি।

আশা করি আমার সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও ভালো লাগবে গানটি।

তিনি আরও বলেন, গানটি সম্পন্ন হওয়ার পর যখন শুনি, তখন নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই।

এই বিভাগের অন্য খবর

Back to top button