বগুড়ায় প্রভাষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে শাহ জালাল তালুকদার পারভেজ (৪৫) নামের এক প্রভাষককে নৃশংসভাবে কুঁপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বেলা পৌনে ১১ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাথাইলচাপর এলাকায় তার ওপর হামলা হয়।
নিহত পারভেজ শাজাহানপুরের সাবরুল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনসুর তালুকদার। তিনি বগুড়ার কৈচর টেকনিক্যাল কলেজের প্রভাষক ছিলেন।
তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, পারভেজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপর এলাকায় সিএনজি চালিত অটোতে থাকা কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পারভেজ। তখন হামলাকারীরা তাকে ধাওয়া করে নৃশংসভাবে কুঁপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পারভেজের ডান হাত শরীরের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পারিবারিক দ্বন্দের জেরে খুন হয়েছেন প্রভাষক পারভেজ। হত্যাকারীরাও একই গ্রামের বাসিন্দা। তাদেরকে ধরতে অভিযান চলছে।