শাজাহানপুর উপজেলা

বগুড়ায় অনুমোদনবিহীন মৎস্য ও পশু খাদ্য: জরিমানা ৭০ হাজার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য প্রক্রিয়াজাত করায় ফরহাদ ট্রেডার্সকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাস্তির ব্যাপারে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামুন্নাবাজার এলাকায় ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, ফরহাদ ট্রেডার্স অনুমোদনবিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য প্রক্রিয়াজাত করে আসছিল। এছাড়াও স্বনামধন্য প্রতিষ্ঠানের প্যাকেটে ডিওআরবির সাথে সিরামিক্সের ধুলাসহ অন্যান্য অপদ্রব্য মিশিয়ে বাজারজাত করছিল। প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন অনুসারে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, জেলা পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যরা অংশ নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button