ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে, একাদশে তিন পরিবর্তনের কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে ফিরেছেন: হাসান মাহমুদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন। বাদ পড়েছেন: তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, শেখ মাহেদী হাসান।
এদিকে, লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের রানে ভরা উইকেটে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদিও বলছেন, টস জিতলে ব্যাটিং বেছে নিতেন তারা।
বাংলাদেশের বাঁচা-মরার লড়াই
হারলেই ধরতে হবে দেশে ফেরার ফ্লাইট। জিতলেও অপেক্ষায় থাকতে হবে নানা সমীকরণের। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। চোট ও অসুস্থতায় সেরা দল পাওয়া না গেলেও অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জয়ের ব্যাপারে আশাবাদী।